তিউনিসিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার পথে ২৩ অভিবাসী নিখোঁজ

তিউনিসিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার পথে ২৩ অভিবাসী নিখোঁজ

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত তিউনিসিয়া থেকে ইতালি অভিমুখে যাত্রা করা একটি নৌকার প্রায় ২৩ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ মে) দেশটির ন্যাশনাল গার্ড এ তথ্য জানায়। খবর রয়টার্স।

উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাতময় দেশ থেকে পালিয়ে আসা মানুষদের মতো অভিবাসন সঙ্কটে থাকা তিউনিসিয়াও ইউরোপে পাড়ি জমানোর মাধ্যম হিসেবে লিবিয়াকে বেঁছে নিয়েছে।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড বলেছে, তারা ভাসমান ইউনিট মোতায়েন করেছে এবং নিখোঁজদের সন্ধানে সাহায্য করার জন্য নৌবাহিনীকে জানিয়েছে।