দিনাজপুরের ৪ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

দিনাজপুরের ৪ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

ফাইল ছবি

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। 

বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান (আনারস), বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী (ঘোড়া), বীরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু (আনারস), কাহারোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক (দোয়াত-কলম) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।