শাহজালালে এবার ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ জব্দ, আটক ২

শাহজালালে এবার ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ জব্দ, আটক ২

ফাইল ছবি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দার একটি টিম।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৬টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর।

এ সময় দুজনকে আটক করা হয়েছে। বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে তাদেরকে। জব্দকৃত স্বর্ণের (৫.৩৩৬ কেজি) বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানা গেছে।

মাত্র ছয়দিন আগে গত শুক্রবারও (১৭ মে) একই বিমানবন্দর থেকে জব্দ হয় ৪ কেজি ৪৬২ গ্রাম অপরিশোধিত স্বর্ণ ও ৩০ গ্রাম স্বর্ণালংকার। এ সময় মোহাম্মদ শহীদ মিয়া নামে এক যাত্রীকে আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ওইদিন সকালে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে শারজাহ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলে আটক হন ওই যাত্রী। শরীরে পরা ৯টি শর্টস, একটি ফুল প্যান্ট ও ৬টি স্যান্ডো গেঞ্জির মধ্যে বিশেষ কৌশলে এই স্বর্ণ চোরাচালান করছিলেন তিনি।