ছুটির পর শুরু বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ছুটির পর শুরু বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, বাংলাদেশে উপজেলা নির্বাচন ও বৌদ্ধ পূর্নিমার ছুটিতে টানা ৫ দিন বন্ধের পর বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে সচল হয়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের আমদানি-রফতানি বাণিজ্য।

এর আগে গত ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত লোকসভা নির্বাচন, ২১ মে বাংলাদেশে উপজেলা নির্বাচন ও ২২ মে বৌদ্ধ পূর্নিমার ছুটিতে বন্ধ ছিল দুই দেশের মধ্যে আমদানি-রফতানি।

এদিকে আমদানি-রফতানি শুরু হওয়ায় কর্মব্যস্ততা ফিরেছে বেনাপোল বন্দরে। সকাল থেকে আমদানিকৃত পণ্য নিয়ে পণ্যবাহী ট্রাক আসছে বেনাপোল বন্দরে। বেনাপোল বন্দর থেকেও রফতানি করা পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে।

এপথে বছরে ৪০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকার পণ্য রফতানি হয়। প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা। আমদানি পণ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে শিল্প ও কলকারখানার কাঁচামাল, খাদ্য দ্র্রব্য, তৈরী পোশাক, কেমিক্যাল ও মেশিনারিজ পণ্য। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য বেশি।।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের পণ্য খালাস করতে পারে তার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।