আদ্-দ্বীনের উদ্যোগে গ্রীষ্মকালীন তরমুজ চাষ শীর্ষক মাঠ দিবস পালিত

আদ্-দ্বীনের উদ্যোগে গ্রীষ্মকালীন তরমুজ চাষ শীর্ষক মাঠ দিবস পালিত

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিট (কৃষিখাত)-এর আওতায় “গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষ প্রযুক্তি” শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) আদ্-দ্বীন খাজুরা শাখা উদ্যোগে যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় এ মাঠ দিবস পালিত হয়।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষ সম্প্রসারণ করে কৃষকদের আয় বৃদ্ধি করে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা শাখার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষ প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস এবং প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এর সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন শহিদুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ রায়, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এর কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হোসেনসহ আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে রিসোর্স পার্সনরা তরমুজ চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরেন এবং কৃষকদেরকে গ্রীষ্মকালীন তরমুজ সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রদর্শনী বাস্তবায়নে সংস্থার কৃষি কর্মকর্তা সদস্যদের বিভিন্ন কারিগরি পরামর্শ প্রদান করেন। পরে অতিথিরা কৃষকদের গ্রীষ্মকালীন তরমুজ ক্ষেত প্রদর্শন করেন।

পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার যশোর জেলার গাইদঘাট এলাকায় চার জন সদস্য কৃষকের মাধ্যমে গ্রীষ্মকালীন বেবী তরমুজ চাষ সম্প্রসারণে কাজ করছে।