৪৫ বছর পর চীন-ভারত সীমান্তে গুলি

৪৫ বছর পর চীন-ভারত সীমান্তে গুলি

ফাইল ছবি

চীন দাবি করেছে যে ভারতীয় সেনাসদস্যরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) হিসেবে পরিচিত দুই দেশের মধ্যকার সীমান্ত অতিক্রম করে গুলি চালানোর তারাও গুলি চালিয়ে প্রতিশোধ নিয়েছেন। চীনে দাবি, সতর্ককতা হিসেবে ওই গুলি চালিয়েছে তারা। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারতীয় পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘ তিন মাস ধরে এলএসি সীমান্তে উত্তেজক পরিস্থিতি জারি রয়েছে। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার কথা বললেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং সব অতিক্রম করে এলএসি সীমান্তে চলল গুলিও। বিশেষ বিষয়টি হলো, ১৯৭৫ সালের পর এই প্রথম ভারত চীন সীমান্তে এভাবে গুলি চালানোর ঘটনা ঘটল।

চীন জানিয়েছে, ভারতের গুলি চালানোর পরে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে চীনা সেনা। কিন্তু পাল্টা পদক্ষেপটা ঠিক কী, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্ত-সংঘাতে জড়িয়েছে ভারত-চীন। একের পর এক বৈঠক হলেও মেলেনি সমাধান সূত্র।

অন্যদিকে এই পরিস্থিতিতে সাংহাই সম্মেলনের জন্য মস্কোতে রাজনাথ সিং। পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক করতে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ জানায় বেইজিং। এরপর বৈঠক হয়ও। শুক্রবার মস্কোতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাইডলাইন বৈঠকে বসেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও রাজনাথ সিং।
সূত্র : কলকাতা ২৪ ঘন্টা