ইনডেক্স এগ্রোর সংরক্ষণাগারের ধারণক্ষমতা বাড়ালো

ইনডেক্স এগ্রোর সংরক্ষণাগারের ধারণক্ষমতা বাড়ালো

ফাইল ছবি

পুঁজিবাজারের বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাঁচামাল সংরক্ষণাগারের ধারণক্ষমতা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কোম্পানিটির ফিড মিল বিভাগে দুইটি সাইলো ইন্সটল করার মাধ্যমে স্বয়ংক্রিয় লোডিং, আনলোডিংসহ ৮ হাজার মেট্রিক টন কাঁচামাল সংরক্ষণ করা যাচ্ছে। এই প্রকল্পের জন্য মেশিন ও সরঞ্জাম কিনতে কোম্পানিটির মোট খরচ হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ টাকা।

বুধবার (২২ মে) থেকে প্রকল্পটির কার্যক্রম চালু হয়েছে।