রাজস্থানের স্বপ্নভঙ্গ করে ফাইনালে হায়দরাবাদ

রাজস্থানের স্বপ্নভঙ্গ করে ফাইনালে হায়দরাবাদ

সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জিতে আসা রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। এর ফলে আগামী রোববার আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ।

হায়দরাবাদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৯ রানে থেকে যায় রাজস্থানের ইনিংস। ফলে ৩৬ রানের জয় পেয়ে ফাইনালে যায় কামিন্স- ট্রাভিস হেডরা।

চেন্নাইয়ে শুক্রবার রাতে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি হায়দরাবাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেডের সঙ্গে ৪২ রানের জুটি গড়ে সে ধাক্কা সামলান রাহুল ত্রিপাঠি। ১৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৭ রানের ক্যামিও খেলেন রাহুল। তৃতীয় উইকেটে হেড-ক্লাসেন করেন ৪২ রান। ২৮ বলে ৩৪ রানে থামেন হেড।

এরপর একাই লড়াই চালিয়ে যান হেইনরিখ ক্লাসেন। ৩৪ বলে ৪ ছক্কায় ৫০ রান করেন। ৯ উইকেটে ১৭৫ রানের পুঁজি দাঁড়ায় অরেঞ্জদের। ট্রেন্ট বোল্ট ও আভেশ খান নেন তিনটি করে উইকেট।

জবাবে রাজস্থানকে ২১ বলে ৪২ রানের ধুমধাড়াক্কা শুরু এনে দেন যশস্বী জয়সওয়াল। তবে দারুণ নেতৃত্ব দেখান প্যাট কামিন্স। টম ক্যাডমোরকে ফেরানোর পর চিপকের মাঠে মাঝওভারে বোলিংয়ে আনেন স্পিনারদের। তাতেই বাজিমাত হয় রাজস্থান। শাহবাজ আহমেদ ও অভিষেকের স্পিনে একে একে পরাস্ত হন যশস্বী, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন ও শিমরন হেটমায়ার।

এক প্রান্তে ধ্রুভ জুরেল একা লড়াই চালিয়ে গেলেও পাননি কোনো সঙ্গ। শেষ ভরসা রভম্যান পাওয়েলও ফিরে যান অল্প রানে। জুরেলের ব্যাটে আসা ৩৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস কেবল সান্ত্বনা হয়ে থেকে যায় রাজস্থানের জন্য।

হায়দরাবাদের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শাহবাজ। ১৮ রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে স্রেফ ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া অভিষেক পান দুটি উইকেট। একটি করে উইকেট নেন নাটারঞ্জন ও কামিন্স।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল হায়দরাবাদ। ২০১৬ সালে প্রথমবার ফাইনাল খেলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। পরে দলটি ২০১৮ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায়।

শিরোপা নির্ধারণী ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে তাদের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল হায়দরাবাদ। আগামী রোববার চেন্নাইয়েই হবে শিরোপার লড়াই।

সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৭৫/৯ (ক্লাসেন ৫০, রাহুল ৩৭, হেড ৩৪; আভেশ ৩/২৭, বোল্ট ৩/৪৫)।

রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৩৯/৭ (জুরেল ৫৬*, যশস্বী ৪২, সঞ্জু ১০; শাহবাজ ৩/২৩, অভিষেক ২/২৪, নাটারঞ্জন ১/১৩)

ফল: হায়দরাবাদ ৩৬ রানে জয়ী।

ম্যাচসেরা: শাহবাজ আহমেদ।