গাইবান্ধায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে বালতির পানিতে পড়ে সামিয়া খাতুন (৩) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের সুজন মিয়ার কন্যা। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে সামিয়া খেলার সময় সকলের অজান্তে বাড়ীর উঠানে রাখা পানি ভর্তি বালতির মধ্যে পরে যায়।

এরপর তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।