যে কারণে শিল্পী সমিতিতে থাকতে চান না ওমর সানি

যে কারণে শিল্পী সমিতিতে থাকতে চান না ওমর সানি

ছবি: সংগৃহীত

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার তিনি কথা বললেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে। জানালেন শিল্পী সমিতির সদস্য হিসেবে থাকতে চান না তিনি।

সামাজিক মাধ্যমে কথাটি জানিয়েছেন সানি। আজ শনিবার নিজের ফেসবুকে এ নায়ক লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসাবে থাকতে চাচ্ছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।

কারণ জানতে চাইলে সংবাদমাধ্যমকে সানি বলেন, ‘হ্যাঁ, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিচ্ছি। কয়েক দিনের মধ্যেই সভাপতির কাছে চিঠি পাঠাব। সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ডে আমি বিব্রত। অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। তাই আমি সদস্যপদ ফিরিয়ে দিচ্ছি। তবে আমার কারও প্রতি অভিযোগ নেই।’

সবশেষ ওমর সানিকে দেখা গেছে ‘ডেডবডি’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। ওমর সানি ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।