কুড়িগ্রামে ফেনসিডিল ও ইস্কাফসহ কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ফেনসিডিল ও ইস্কাফসহ কারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাদক কারবারির নাম মো: ইব্রাহীম। এসময় তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, শনিবার ভোররাতে রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার একটি চৌকস দল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।এসময় ওই এলাকা থেকে মাদক কারবারি মোঃ ইব্রাহীমকে ১৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে রাজারহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।