এবার উইকিপিডিয়ায় রাজ-বুবলীর বিয়ের খবর

এবার উইকিপিডিয়ায় রাজ-বুবলীর বিয়ের খবর

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও অভিনেতা শরীফুল রাজ বিয়ে করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে উইকিপিডিয়াও। সংস্থাটি জানায়, চলতি মে মাসের ১৩ তারিখ বিয়ে করেছেন রাজ-বুবলী।

যদিও রাজ-বুবলীর কাছ এই তথ্যের সত্যতা জানা যায়নি। বুবলীর মোবাইলে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। ফোন বন্ধ পাওয়া গেছে রাজেরও।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। গুঞ্জন উঠেছে, এই সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই কাছাকাছি আসেন তারা। এখন শোনা গেছে গোপনে বিয়েও করেছেন এ জুটি।

২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তার পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি। তবে আলাদা থাকছেন তারা।

অন্যদিকে, পরীমনিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ। কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি। এর মাঝে তাদের কোলেজুড়ে পুত্রসন্তানের আগমণ ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে গত বছরের সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।