১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চালু

১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চালু

ছবি:সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের জেরে বন্ধ থাকার ১৭ ঘণ্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা চালু হয়েছে।  সোমবার ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রীসেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা।  

এর আগে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।

 প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে বলে জানানো হলেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত উন্নীত করা হয়।

এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।