পাবনায় বিট পুলিশিং কর্মশালা : কর্মকর্তাদেরকে দায়িত্বশীলতার সাথে কাজ করার তাগিদ

পাবনায় বিট পুলিশিং কর্মশালা :  কর্মকর্তাদেরকে দায়িত্বশীলতার সাথে কাজ করার তাগিদ

ছবি : সংবাদাতা

আজ  বুধবার থেকে দু’দিন ব্যাপি পুলিশি সেবা জনগণের দরগোড়ায় পৌঁছায়ে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং প্রশিক্ষণ কর্মশালা ও বিট রেজিস্টার বিষয়ে কর্মশালা শুরু হয়েছে।

পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম সকালে পুলিশ লাইন অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন।

পুলিশ সুপার বলেন, পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতেই আমাদের বিট পুলিশিং কার্যক্রম। সমাজের সকল ধরনের মাদক,সন্ত্রাস,ইভটিজিংমুক্ত সুন্দর একটি সমাজ গড়তে বিট পুলিশিং কার্যকর ভূমিকা রাখবে। পুলিশ সুপার বিট পুলিশিং এর কর্মকান্ডের ধরণ এবং সম্মুখ ধারণা সম্পর্কে অবহিত করাসহ অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তাদেরকে দায়িত্বশীলতার সাথে কাজ করার তাগিদ দেন।

দু’দিনব্যাপি কর্মশালার উদ্বোধনীর দিন বুধবার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার মিলি (প্রশাসন ও ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান। 

জেলার জেলার ১১ টি থানার ১০৩ জন পুলিশ কর্মকর্তা এই কর্মশালায় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রেজিষ্ট্রার খাতা ও পোষ্টার এবং ব্যানার বিতরণ করা হয়।