পাবনায় মাসব্যাপী নৌকা বাইচ উৎসব শুরু

পাবনায় মাসব্যাপী নৌকা বাইচ উৎসব শুরু

ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুরে শুরু হয়েছে বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসব।শুক্রবার বিকেলে উপজেলার হাদল বঙ্গবন্ধু সৈকতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বেধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। এ সময় বিপুল সংখ্যক দর্শক করতালি দিয়ে নৌকা বাইচে অংশগ্রহণকারীদেরকে উৎসাহ দেন। 

প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে যুগ যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় বর্ণিল এ প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় মাসব্যাপী এই নৌকা বাইচ উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাপ হোসেন, পৌর মেয়র খন্দকার মাজেদ, ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কেএম মামুনুর রশিদ রুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামিউল তুষারসহ হাজার হাজার দর্শক।

মাসব্যাপী এ প্রতিযোগিতায় পাবনা ও তার আশেপাশের কয়েকটি জেলা থেকে প্রায় ৩২টি প্রতিযোগী দল অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।