যশোরে জলাবদ্ধতা নিরসের দাবিতে পানিতে নেমে মানববন্ধন

যশোরে জলাবদ্ধতা নিরসের দাবিতে পানিতে নেমে মানববন্ধন

ভবদহের জলবদ্ধতা নিরসের দাবিতে পানিতে নেমে মানববন্ধন করছে গ্রাম বাসিরা

যশোরের তিন উপজেলা নিয়ে পরিচিত ভবদহের জলাবদ্ধতা নিরসন,বিলকপালিয়ায় টিআরএম বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আয়োজনে মণিরামপুর উপজেলার জলাবদ্ধ মশিয়াহাটি স্কুল মাঠের মধ্যে এ মানবন্ধনের আয়োজন করা হয়।

উক্ত কমিটির স্থানীয় নেতা অনিল বিশ্বাসের নেতৃত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভবদহ পানি নিষ্কাশন কমিটির যশোর জেলা সমন্ময়কারি ইকবাল কবির জাহিদ, মনিরামপুর থানা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ:হামিদ সহ জলাবদ্ধ এলাকার কয়েকশ’ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, গত তিন মাস ধরে ইতিমধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত, মাছের ঘের। পানি উঠে এসেছে ঘর-বাড়িতে। এ অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন জেলার ৪০ গ্রামের কয়েক লাখ মানুষ। নেতৃবৃন্দ আরো বলেন, ভবদহের সমস্যা প্রায় ৬০ বছরের। ভবদহের জলাবদ্ধতা নিরসনের নামে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা লুটপাট ও বাণিজ্য করে চলেছে। স্থানীয়রা এর থেকে পরিত্রাণ পেতে স্থায়ী সমাধান চান। এজন্য সেনাবাহিনীর মাধ্যমে পরিকল্পিত জোয়ার আধার প্রকল্প বাস্তবায়ন ও পানি বের হওয়ার অন্যতম পথ আমডাঙ্গা খালটি ফের খননের মাধ্যমে প্রশস্থ করার দাবি জানান নেতৃবৃন্দ।