পাকিস্তানের জার্সিতে খেলাই স্বপ্ন ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ক্রিকেটারের

পাকিস্তানের জার্সিতে খেলাই স্বপ্ন ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা ক্রিকেটারের

মুদাস্সরের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি।

ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সাকলা্ইন মুস্তাক–একের পর এক দুর্দান্ত বোলার‌ বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছে পাকিস্তান। এবার বিশ্ব ক্রিকেটে আরও একটি চমক উপহার দিতে চলেছে পাক ক্রিকেট। তিনি মুদাস্সরে গুজ্জার। বোলিংয়ে আক্রম-ইউনিসদের রেকর্ড ভাঙবেন কি না তা হয়তো সময় বলবে। কিন্তু নিজের উচ্চতার জন্য ইতিমধ্যেই শিরোনামে পিএসএলে লাহোর কোয়ালান্ডার্স  দলের এই খেলোয়াড়।

জানা গেছে, মুদাস্সরের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। এর আগে পাক জাতীয় দলের হয়ে খেলা ইরফান খানের উচ্চতা ছিল ৭ ফুট ১ ইঞ্চি। কিন্তু তাঁর থেকেও লম্বা মুদাস্সর। মুদাস্সরের জুতোর সাইজ শুনলেও অবাক হবেন। ২৩.‌৫ সাইজের জুতো পরতে হয় তাঁকে। 

গত বছর ৬ নভেম্বর লাহোর কোয়ালান্ডার্সের ডেভেলপমেন্ট প্রজেক্টে সেখানকার ক্যাম্পে যোগ দেন এই ক্রিকেটার। ক্যাম্পের কোচেদের তত্ত্বাবধানে চলে ট্রেনিংও। এত লম্বা হওয়ায় ফিটনেসে কিছু সমস্যা হলেও মুদাস্সর আশাবাদী এই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একদিন দেশের জার্সি পরবেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাজ সাদিক নামে এক সাংবাদিক মুদাস্সারের ছবিটি শেয়ার করেন। তারপর থেকে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।