কালিয়াকৈরে জুতার কারখানায় আগুন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

কালিয়াকৈরে জুতার কারখানায় আগুন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আগুনে পুড়ছে জুতা তৈরির কারখানা।

গাজীপুরের কালিয়াকৈরে একটি জুতার তৈরির কারখানায় আগুন লেগেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার উলুসাড়া এই আগুনের সূত্রপাত।

গাজীপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেড, কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে রাত নয়টা পর্যন্ত তা সম্ভব হয়নি।

শ্রমিকরা জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে প্রায় ৫ জন শ্রমিক আহত হয়েছেন। এদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে সোয়া পাঁচটার  দিকে কারখানার ভেতরে জুতার গোডাউনে টিন শেডের পাশে থাকা একটি বৈদ্যুতিক মিটার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর,সাভার ইপিজেড, কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ফলে অগ্নিকাণ্ডে কারখানার টিনশেড গোডাউনে রাখা শত শত টাকার চামড়া, ক্যামিকেলসহ নানা রকমের মালামাল পুড়তে দেখা যায়।