ট্রাম্পকে তালেবানের সমর্থন

ট্রাম্পকে তালেবানের সমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প এমন একটি পক্ষের সমর্থন পেয়েছেন, যা তার দলের বেশির ভাগ নেতাই প্রত্যাখ্যান করছেন। পক্ষটি হলো- তালেবান। আগামী নির্বাচনে ট্রাম্প আবারো জিতবেন বলে আশাপ্রকাশ করেছে আফগান সশস্ত্র গোষ্ঠীটি।

গত শুক্রবার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সিবিএস নিউজকে টেলিফোনের এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আশা করি তিনি (ট্রাম্প) নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করবেন।

মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হওয়ায় তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এ আফগান গোষ্ঠী। তালেবানের আরেক নেতা বলেন, যখন শুনলাম ট্রাম্প করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, আমরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, তিনি সুস্থ হচ্ছেন।

তবে ট্রাম্পের প্রতি তালেবানের এমন সমর্থন ও শুভকামনায় অস্বস্তিতে পড়েছেন তার সমর্থকেরা।

সূত্র : সিবিএস নিউজ