আফগনিস্তান

ঘরে ঘরে অভিযান চালাচ্ছে তালেবান : জাতিসংঘ

ঘরে ঘরে অভিযান চালাচ্ছে তালেবান : জাতিসংঘ

আফগানিস্তানে নেটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে।

শহরজুড়ে তল্লাশি বসিয়েছে তালেবান

শহরজুড়ে তল্লাশি বসিয়েছে তালেবান

কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে।

কে আসছেন আফগানিস্তানের নেতৃত্বে?

কে আসছেন আফগানিস্তানের নেতৃত্বে?

আড়াই দশক আগে মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানের ক্ষমতা নিয়েছিল তালেবান। কিন্তু সেই ক্ষমতা বেশি দিন স্থায়ী হয়নি। বিদেশি সেনাদের আক্রমণে পাঁচ বছরের মধ্যে ক্ষমতা হারাতে হয় তাদের। তবে নতুন নেতৃত্বের অধীনে দুই দশক পর আবারও দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে কট্টরপন্থী এই ইসলামি সংগঠনটি।

আফগানিস্তানের ১৩ প্রদেশে অভিযানে: ২৬৯ তালেবান নিহত

আফগানিস্তানের ১৩ প্রদেশে অভিযানে: ২৬৯ তালেবান নিহত

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের লাগমান, নানগারহার, নুরিস্তান, কুনার, গজনি, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বাল্‌খ, জুযজান, হেলমান্দ, কুন্দুজ ও কাপিসা প্রদেশে এসব অভিযান চালানো হয়।