আমিষ

গুজরাটে আমিষ খাওয়া নিয়ে বিতর্ক

গুজরাটে আমিষ খাওয়া নিয়ে বিতর্ক

স্কুল চত্বরের একশ মিটারের মধ্যে থাকবে না আমিষ খাবারের স্টল বা গাড়ি। মন্দিরের আশপাশেও তা থাকতে পারবে না। রাস্তায় আমিষ খাবারের গাড়ি রাখা নিয়েও চালু কড়া নিয়মকানুন। ভারতে বিজেপি-শাসিত আহমেদাবাদ, বদোদরা, রাজকোট ও ভাবনগর পুরসভার এ হেন ফতোয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে গুজরাটে।