জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়ে ১২ জন। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির প্রধান বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসিরুদ্দিন আহবায়ক করে অন্য সদস্যরা হলেন বিভাগীয় যন্ত্র প্রকৌশলী আশিস কুমার, বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম ও বিভাগীয় মেডিকেল অফিসার শাকিল আহমেদ।

উল্লেখ্য জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস-ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন ও আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্য থেকে ২ জান মারা যায়।