পাবনায় আরো ২৯ জন হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

পাবনায় আরো ২৯ জন হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

ছবি : প্রতিনিধি

 শাহ-জাহান ফাউন্ডেশন, পাবনার সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক সংস্থা প্রতীকের আয়োজনে কম্বল, সয়েটার ও মাস্ক আনুষ্ঠানিক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) শাহ-জাহান ফাউন্ডেশনের সহযোগিতায় রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব এর মাধ্যমে প্রতীক ২৯ জন প্রতিবন্ধীর মধ্যে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করে।

রোটারিয়ান ইঞ্জিনিয়ার এমএ ওয়াহাবের পরিচালনায় পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও উন্নয়নকর্মী সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গরম বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।এর আগে চলতি বছর প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে ৪২৬টি শীতবস্ত্র বিতরণ করা হয়।প্রধান অতিথি কামাল আহমেদ সিদ্দিকী প্রতিবন্ধীর সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ১ হাজার ৪১৪ জন প্রতিবন্ধী সদস্যের মধ্যে ৪৫৫ জনের মধ্যে বিতরণ করা হলো। পর্যায়ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।