নেত্রকোনায় ২০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় ২০ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

ম্যাজিস্ট্রেট নারায়রণ চন্দ্র বর্মণের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদলতের একটি দল। এসময় বিভিন্ন কোম্পানির নকল ব্যান্ডরোলযুক্ত ২০ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।

জানা গেছে, রবিবার (১৭ জানুয়ারি) জেলার পূর্বধলা উপজেলার শাহাবাজপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদলত। এসময় জেলা প্রশাসকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নারায়রণ চন্দ্র বর্মণের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় বাজরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির তালিকায় রয়েছে উজ্জ্বল বিড়ি,  কাজল বিড়ি, মিলন বিড়ি, আমিন বিড়ি।

এ সময় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে বেশ কয়েকটি দোকান মালিককে নগদ ৭০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতে।