৪০৯ তাড়া করতে নেমে শুরুতেই ‍দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৪০৯ তাড়া করতে নেমে শুরুতেই ‍দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৪০৯ তাড়া করতে নেমে শুরুতেই ‍দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ -সংগৃহীত ছবি

শেষ পযন্ত ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করতে পেরেছে বাংলাদেশ। ততক্ষণে রান পাহাড়ে চড়ে বসেছে সফরকারীরা। বনার, জশুয়া আর জোশেফের সেঞ্চুরি ছুইছুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে সব উইকেট হারিয়ে ৪০৯ রান। ঢাকা টেস্টের দুই দিনে ওভার খেলেছে দলটি ১৪২.২। এদিকে বাংলাদেশ ১ম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ইউকেট হারিয় চাপে রয়েছে।

ওপেনার সৌম্য সরকার ফিরে গেছেন কোন রান না করেই। এরপর নাজমুল হোসন শান্তও থিতু হতে পারেননি উইকেটে। ফিরে গেছেন মাত্র ৪ রানে।   
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেটই নিয়েছেন গ্যাব্রিয়েল। শুরুর ধাক্কা সামাল দিতে উইকেটে আছেন তামিম ইকবাল এবং অধিনায়ক মুমিনুল হক। 

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ ইউকেট হারিয় ৬৮ রান।

এর আগে বাংলাদেশি বোলারদের চরম পরীক্ষা নিয়ে ৪০৯-এ থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এনক্রুমা বোনারের ৯০ আর জসুয়া ডি সিলভার ৯২ রানের ওপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।