যুক্তরাষ্ট্রের উৎসবে ‘পাড়ি-দ্য রিভার’

যুক্তরাষ্ট্রের উৎসবে ‘পাড়ি-দ্য রিভার’

ছবি:সংগৃহীত

আগামী ৭ থেকে ১০ই নভেম্বর আমেরিকার আর্লিংটনের ঐতিহ্যবাহী ক্যাপিটাল থিয়েটারে বসবে ‘আর্লিংটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসর। এই আসরে বাংলাদেশ  থেকে অংশ নিচ্ছে শাহাদাত রাসএল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাড়ি-দ্য রিভার’। এটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আশিষ খন্দকার ও জ্যোতিকা জ্যোতি।

পরিচালক শাহাদাত রাসএল বলেন, এটা জেনে ভালো লাগছে আমার চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারছে। আমি আশা করছি,  দেশের জন্য ভালো ফলাফল বয়ে আনবে চলচ্চিত্রটি। আর্লিংটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর শেষদিন স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে জুনায়েদ আহমেদ ও অর্নব দাস প্রযোজিত ও বোহেমিয়ান ব্রাদার্স স্টুডিও পরিবেশিত ‘পাড়ি- দ্য রিভার’। এবারের আসরে বাংলাদেশের এ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে।