ঘুষ নেয়া ভিক্ষাবৃত্তির শামিল : দুদক চেয়ারম্যান

ঘুষ নেয়া ভিক্ষাবৃত্তির শামিল  : দুদক চেয়ারম্যান

ছবি:সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ নেয়া প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, কেউ যদি ঘুষ খান তা ভিক্ষার শামিল। তিনি বলেন, জোর করে কেউ টাকা পকেটে দিয়ে যায় না। ঘুষ না চাইলে তো কেউ দেবে না। চাইতে হলে হাত পাততে হয়। আর হাত পেতে ঘুষ নেয়া ভিক্ষা একই। এখন প্রশ্ন হচ্ছে, ভিক্ষা করব কি না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের ‘আয়কর আইন ও বিধানাবলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কোর্স ও উপ -করকমিশনারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। সকাল সাড়ে ৯টায় রাজধানীর শান্তিনগরে বিসিএস (কর) একাডেমিতে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

দুদক চেয়ারম্যান বলেন, আমরা কোনো সৎ ব্যবসায়ীকে হয়রানি করতে চাই না। বরং তাদের সুবিধা, উন্নতিতে সহযোগিতা করতে চাই। বিনিময়ে তারা ট্যাক্স, রিটার্ন দেবেন।