করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে প্রস্তুতি নিতে হবে : হাইকোর্ট

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে প্রস্তুতি নিতে হবে : হাইকোর্ট

ছবি:সংগৃহীত

করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থার প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। আমরা গরিব দেশ। এই ভাইরাস ছড়িয়ে পড়ার আগে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদন উপস্থাপনের পর এ কথা বলেন।

এছাড়া দেশে যেন কেউ মাস্কসহ প্রয়োজনীয় সরঞ্জামের দাম বেশি না নিতে পারে এবং মজুদ করতে না পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনার কথা বলেছেন হাইকোর্ট। আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোঃ আমিনুল হাসানের দেয়া এই প্রতিবেদন উপস্থাপনের পর আদালত বলেন, করোনা ভাইরাস ছড়ানোর পর মাস্ক ব্যবহারের কথা বলা হচ্ছে। এখন মানুষের মধ্যে একটা সচেতনতাও তৈরি হয়েছে। সে সুযোগে এটা নিয়ে বাজারে কোনো ধরণের ব্যবসা হয় কিনা পেঁয়াজের মতো, সেটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট ব্যবহার করতে হবে। কেউ যেন বেশি দাম না নিতে পারে। মজুদ না করতে পারে।