এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১

ছবিঃ সংগ্রহীত

যশোর প্রতিনিধি :দেশে এই প্রথমবারের মতো সকল বোর্ডের সাথে একসাথে ঘরে বসে মোবাইলে এসএসসি পরীক্ষার ফলাফল পেল যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। এ বছর যশোর বোর্ডের পাসের হার ৮৭ দশমিক ৩১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। আজ সকাল ১১ টায় যশোর প্রেসক্লাবে যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ কোন আনুষ্ঠানিকতা ছাড়াই এ ফলাফল জানান।

যশোর শিক্ষা বোর্ড থেকে এবার ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে উর্ত্তীণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৪৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬৮ হাজার ৯১৯ জন ছাত্র এবং ৭১ হাজার ৩২৪ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৮২ এবং মেয়েদের ৮৮ দশমিক ৭৯। ছেলে;ের থেকে মেয়েরাই এবারে ভালো ফলাফল করেছে।