কুবি শিক্ষক রাহিদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ; প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি শিক্ষক রাহিদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ; প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

\কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবে বিনা অনুমতিতে প্রবেশ ও বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের সাথে ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কমিউনিকেশন ক্লাবের ভিপি বিশ্বজিৎ সরকার বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠার কারণেই আজ জুনিয়র শিক্ষকেরা এধরণের ঘৃণ্য আচরণের সুযোগ পেয়েছে। আমাদের বিভাগীয় প্রধানের সাথে যে ধরনের খারাপ আচরণ করা হয়েছে এইটার বিচার হওয়া দরকার। আমরা যদি এর সুষ্ঠু বিচার না পাই। তাহলে পরবর্তীতে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বড় পরিসরে আন্দোলন শুরু করবো।'

তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাবে বিনা অনুমতিতে প্রবেশ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিষয়ে অস্বীকার করেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আসণবিন্যাস কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর আবু ওবায়দা রাহিদ। তিনি বলেন, জার্নালিজমের ল্যাবে অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, এ ঘটনার জের ধরে পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম। সিনিয়র হওয়া সত্ত্বেও জুনিয়র শিক্ষক কর্তৃক হেনস্তার যথাযথ বিচার পাননি দাবি করে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।