খুমেক ল্যাবে সর্বোচ্চ ২৪ জনের করোনা শনাক্ত

খুমেক ল্যাবে সর্বোচ্চ ২৪ জনের করোনা শনাক্ত

ছবিঃ সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজে (খুমেক) পিসিআর ল্যাবে আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের নেগেটিভ আর সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

২৪ জনের মধ্যে খুলনা শহরের ৫ জন, দাকোপ উপজেলার ১ জন, ঝিনাইদহ জেলার ৫ জন, মাগুরা জেলার ৫ জন, নড়াইল জেলার ৪ জন, যশোর জেলার ২ জন ও বাগেরহাট জেলার ফকিরহাটের ২ জন রয়েছেন।

খুলনা শহরের পজিটিভ ৫ জনের মধ্যে মহানগরীর শেখ পাড়ার ৩ জন, সাত নম্বর ঘাটের ১ জন ও ১ জন লবণচরা এলাকার বাসিন্দা।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ রোববার রাতে বলেন, পিসিআর ল্যাবে রোববার সর্বমোট ১৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। শুধুমাত্র খুলনায় ছিল ৩৪টি নমুনা সংগ্রহ। পজিটিভ রিপোর্ট আসে ২৪টির। খুলনায় আক্রান্তদের মধ্যে ৫ জনই মহানগরীর বাসিন্দা, এদের মধ্যে ৩ জনই একই পরিবারের সদস্য। তারা মহানগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা।

এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাট জেলার ফকিরহাটের ২ জন, ঝিনাইদহ জেলার ৫ জন, যশোর জেলার ২ জন, নড়াইল জেলার ৪ জন ও মাগুরা জেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুমেক সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৩০৬৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। এতে খুলনার রোগী রয়েছেন ৮৩ জন।