কাশ্মীরের ‘আজাদি’ চেয়ে ঢাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কাশ্মীরের ‘আজাদি’ চেয়ে ঢাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি সংগৃহিত।

ভারত নিয়ন্ত্রণাধীন জম্মু-কাশ্মীরের জনগণের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন ও সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের  রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করে তারা। এতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা), কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা 'ইয়ে হক্ব হামারি আজাদী আজাদী', 'freedom for Kashmir', 'Kashmir needs UN steps' ইত্যাদি৷ স্লোগান দেন।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা কাশ্মীরীদের আন্দোলনে সংহতি জানিয়ে বলেন, আজাদী ও মানবিক দাবিতে আমরা সংহতি জানাচ্ছি। ৭১ এর মুক্তিযোদ্ধা ও যেসব সেনারা যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের যেমন সম্মানের চোখে দেখি, কাশ্মীরের সংগ্রামী জনতাকে যারা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাচ্ছে। তাদের একই চোখে দেখতে চাই।' শিক্ষার্থীরা, ভারতীয় গণমাধ্যমে যারা কাশ্মীরীদেরকে জঙ্গি বলে তাদের প্রতি নিন্দা জানান এবং তাদের চিহ্নিত করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ সকল আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহ্বান জানান।

এসময় শিক্ষার্থীরা কাশ্মীর সমস্যার সমাধান ও কাশ্মীরী জনগণের দাবি পূরণে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত, গতকাল রাতে কাশ্মীরের সাধারণ মানুষের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি সংহতি মিছিল বের করেন একদল শিক্ষার্থী। এতে, ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন প্রগতিশীল সংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।