যশোর সদর উপজেলায় অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ

২৭ জুন, ২০২২

যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার মোবারককাঠি বাজারে অভিযান চালিয়ে অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করেছে র‌্যাব ও পোনা ব্যাবসায়ীদের জরিমানা।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান,যশোর কোতয়ালী থানার মোবারক কাঠি বাজারে ৩ টি নসিমনে, ১৫ টি প্লাস্টিকের ড্রাম ভর্তি অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা বাজারজাত করার উদ্দেশ্যে কিছু পোনা ব্যাবসায়ী অবস্থান করছে ,এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে তারা সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পোনা ব্যবসায়ী ছলেমান গাজীর ছেলে বাবর আলী,মৃত বারীক গাজীর ছেলে শওকত আলী এবং হাতেম দফাদারের ছেলে রিয়াজুল ইসলামকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করে। এরা সকলেই সদর উপজেলার জয়ন্তা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আরও জানান,জব্দকৃত পোনা গুলি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ ও জেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান রেজার উপস্থিতিতে ধ্বংস করা হয়।