নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর : এরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর : এরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ঢাকা-৭আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে  মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোরে মামলাটি এন্ট্রি করা হয়।

রোববার রাতে রাজধানীর ধানমন্ডির কলাবাগান মোড়ে হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ ওয়াসিফ আহমেদকে মারধর করা হয়। ঘটনার পর পর গাড়িটি ফেলে এর নম্বরপ্লেট ভেঙ্গে চলে যান হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ডরা।

এ ঘটনায় রাতে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নৌবাহিনীর ওই কর্মকর্তা।

জিডিতে ওয়াসিফ আহমেদ উল্লেখ করেছেন, তিনি ও তার স্ত্রী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা সামলে সড়কের পাশে মোটরসাইকেল থেকে নেমে গাড়িটির সামনে দাঁড়ান ওয়াসিফ। তাদের সাথে কথা বলার চেষ্টা করলে গাড়ি থেকে জাহিদ ও আবু বক্কর সিদ্দিকসহ আরো ২-৩ জন তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তাকে ও তার স্ত্রীকে হত্যার হুমকিসহ তুলে নেয়ার হুমকি দেয় তারা।