ঘুষ কেলেঙ্কারিতে চীনের ফুটবলারের ২০ বছর কারাদণ্ড

ঘুষ কেলেঙ্কারিতে চীনের ফুটবলারের ২০ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে চীনের সাবেক জাতীয় ফুটবলার লি টাইকে ২০ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। লি’র বিরুদ্ধে ম্যাচ পাতানো, ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার পর চীনের আদালত এই রায় দেন।

চীনের জাতীয় দলে সর্বকালের সেরা ফুটবলারদের একজন লি টাই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। লি’র বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে।

লি টাই ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়েই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অবশ্য সবগুলো অপরাধ স্বীকার করে নেন লি। তিনি বলেছেন, গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) বেশি ঘুষ নিয়েছেন।

চীন জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন লি। ২০০২ বিশ্বকাপেও ছিলেন দলে। এভারটন, শেফিল্ড ইউনাইটেডের মতো দলের হয়েও মাঠ মাতিয়েছেন চীনের সাবেক এই ফুটবলার। ২০১১ সালে অবসর নেওয়ার পর কোচিংয়ে নেমে পড়েন তিনি।

চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে লিকে নিয়ে বানানো তথ্যচিত্রে তিনি বলেন, “আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।”