প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্কের মৃত্যু

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্কের মৃত্যু

রবার্ট ফিস্ক

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক মারা গেছেন। স্ট্রোকে ৭৪ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দ্য আইরিশ টাইমের বরাত দিয়ে বিবিসি জানায়, গত শুক্রবার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ফিস্ককে ডাবলিনের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার সেখানে তার মৃত্যু হয়।

ফিস্ক ১৯৭০ সাল থেকে মধ্যপ্রাচ্য নিয়ে রিপোর্টিং করে আসছিলেন। আরব বিশ্ব নিয়ে প্রতিবেদন করে তিনি বহু পুরস্কার জিতেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা পররাষ্ট্র নীতির কড়া সমালোচনা করায় পশ্চিমা বিশ্বে ঝানু এই সাংবাদিককে নিয়ে বিতর্ক রয়েছে।

ফিস্ক গত পাঁচ দশক ধরে যুক্তরাজ্যের পত্রিকাগুলোর জন্য বলকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধের সংবাদ সংগ্রহ করেন। গত ২০০৫ সালে নিউইয়র্ক টাইমস তাকে ‘ব্রিটেনের খুব সম্ভবত সবচেয়ে খ্যাতিমান বিদেশ প্রতিবেদক’ হিসেবে আখ্যায়িত করে।

রবার্ট ফিস্ক ১৯৪৬ সালে ইংল্যান্ডের কেন্টের মেইডস্টোনে জন্মগ্রহণ করেন। পরে তিনি আইরিশ নাগরিকত্ব গ্রহণ করে। ডাবলিনের উপকণ্ঠে ডালকিতে তার বাড়ি।