মাসব্যাপী আটঘরিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

মাসব্যাপী আটঘরিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন হাজার হাজার মানুষ।

বিপুল সংখ্যক দর্শকের করতালি, হৈ চৈ আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার গোররী এলাকায় চিকনাই নদীতে মাসব্যাপী নৌকা বাইচ শেষ হয়েছে।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর ) বিকেলে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নেয় ৪ টি বাইচ দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মনোমুগ্ধকর এ খেলায় প্রথম স্থান অধিকার করে পবাখালী এক্সপ্রেস, দ্বিতীয় স্থান বাওইখোলা এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অধিকার করে নিউ বাংলার বাঘ।

পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ নৌকা বাইচের আয়োজক আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু , অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার , মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশন এর উত্তরবঙ্গ ব্যুরো চীফ উৎপল মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন। 

স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের রুচির সৌজন্যে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায়  জেলার বিভিন্ন অঞ্চল থেকে ১৮টি বাইচ দল অংশগ্রণ করে।