পেনসিলভানিয়ায় দেরিতে আসা ব্যালট আলাদা গণনার নির্দেশ সুপ্রিম কোর্টের

পেনসিলভানিয়ায় দেরিতে আসা ব্যালট আলাদা গণনার নির্দেশ সুপ্রিম কোর্টের

আমেরিকার সুপ্রিম কোর্ট- ফাইল ছবি

নির্বাচনের দিন স্থানীয় সময় রাত ৮টার পর কেন্দ্রে আসা ব্যালট আলাদাভাবে গণনা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বিচারক স্যামুয়েল অ্যাল্টো।

পেনসিলভানিয়ার রিপাবলিকানরা দেরিতে আসা ভোট গণনা না করার জন্য আইনি চ্যালেঞ্জ করলেও তা অনুমোদিত হয়নি। তার বদলে ৩ নভেম্বরের পরে আসা ব্যালটগুলো আলাদা করে গণনা করার নির্দেশ দিয়েছেন আদালত।

পেনসিলভানিয়ায় শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালটের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে বাইডেন এগিয়ে যেতে শুরু করেন। বর্তমানে বাইডেন প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন, তবে এখনও কোনো প্রার্থীর জন্য জয় সুনিশ্চিত নয়। সূত্র : বিবিসি