বাবা-মাসহ ৪ জনকে হত্যায় যবজ্জীবন কারাদণ্ড

বাবা-মাসহ ৪ জনকে হত্যায় যবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি।

বাবা-মাসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যার কারণে কানাডায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মিনহাজ জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

কানাডার সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবার (৬ নভেম্বর) নিউমার্কেটের সুপিরিয়র কোর্ট জাস্টিন মিশেল ফুয়ের্সট এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আগামী ৪০ বছর মিনহাজের প্যারোল বাতিল করা হয়েছে। মিনহাজ জামান যখন প্যারোলে কারাগারের বাইরে আসার সুযোগ পাবে তখন তার বয়স হবে ৬৪ বছর।

গত বছরের ২৮ জুলাই মারখামের একটি বাডিতে মিনহাজ তার বাবা মনিরুজ্জামান, মা মমতাজ বেগম, বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানী ফিরোজা বেগমকে গলা কেটে খুন করে। গত ২৪ সেপ্টেম্বর আদালতে সে খুন করার দায় স্বীকার করে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হওয়ার পর পরিবারের সদস্যরা জানতে পারলে মিনহাজ তাদের হত্য করে বলে আদালতে জবানবন্দি দেয়।