প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম নূরী স্মরণে

প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম নূরী স্মরণে

ছবি: ইবি প্রতিনিধি

ডক্টর নুরী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতি ছাত্র, প্রফেসর, বভিাগীয় সভাপতি, হলরে প্রভোস্ট, ভাষা ইনস্টটিউিটরে পরচিালক সর্বোপরি সদা হাস্যজ্জল হাসখিুশ একজন ছাত্রবান্ধব শিক্ষক।

জন্ম ও পরিচয়:

প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম নূরী  ১৯৬৫ সালে ১ জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের আরাজী কেশুড় বাড়ি গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: মরহুম আলহাজ্ব দায়েম উদ্দীন আহমেদ, মাতা: মরহুমা আলাতন নেছা । ৩ ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।

শিক্ষা জীবন:

মাদ্রাসা

বহু প্রতিভার অধিকারী নূরী শিক্ষা জীবনের প্রতিটি স্তরে মেধার স্বাক্ষর রাখেন । তিনি খোশবাজার ছালেহিয়া দারুস সুন্নাত কামিল মাদ্রাসা থেকে ১৯৮০ সালে প্রথম বিভাগে দাখিল, ১৯৮২ সালে ঠাকুরগাঁও  সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসা  এবং মাদ্রাসা-ই-আলীয়া ঢাকা হতে  ১৯৮৬ সালে ২য় শ্রেণীতে কামিল উত্তীর্ণ হন । 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি:  

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৮৫-৮৬শিক্ষাবর্ষে  তাওহীদ ওয়া উলুমুত তাওহীদ দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে ১৯৮৮ প্রথম শ্রেণীতে  স্নাতক ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর  এবং ২০০২ সালে “বাংলায় মুসলিম জাগরণী আন্দোলন: গতিপ্রকৃতি ও ধারাবাহিকতায় (১৯০৫-১৯৪৭) শীর্ষক অভিসন্দর্ভের জন্য পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন।

কর্ম জীবন:

প্রফেসর ড. নূরী ফরাজীকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা চাঁদপুর মতলব, জন্মস্থান বড়গ্রাম আলিম মাদরাসা এবং ঠাকুরগাঁও সরকারি গার্লস স্কুলে কিছুদিন শিক্ষকতা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে :

১.  প্রভাষক,               ১৪-০৯-১৯৯৩।

২.  সহকারী অধ্যাপক,   ১৪-০৯-১৯৯৩।

৩. প্রফেসর           ২৮.০২.২০০৬।

৪. বিভাগীয় চেয়ারম্যান, ০৪.০৩.২০১৫-০৩.০৩.২০১৮।

২. প্রভোস্ট                ১৪.০১.০৩-  ৩১.০৩.০৩ শহীদ জিয়াউর রহমান হল।

৩. পরিচালক,            ৩১.০৭.০৪-০৭.১১.০৯ ইসলামিক এডুকেশন এন্ঢ রিসার্স ইনস্টিটিউট

গবেষণা তত্ত্বাবধান:

এম.ফিল.- ৮ জন

১. ২০০৭ ,  মোহা. খাজা সাইফুদ্দীন ‘যুলুম প্রতিকার ও প্রতিরোধে আল-কুরআনের ভূমিকা’।

২. ২০০৭ , মোহাম্মদ আব্দুর রহমান ‘বৃহত্তর দিনাজপুর জেলায় দাওয়াহ কার্যক্রম: একটি পর্যালোচনা’ ।

৩. ২০০৭, মোঃ আব্দুল আলিম ‘মানব সম্পদ উন্নয়নে ইসলাম: একটি পর্যালোচনা’ ।

৪.২০০৭ ,মোঃ আব্দুর রহমান ‘ বৃহত্তর ফরিদপুর জেলায় ইসলামী শিক্ষা বিস্তারে মুসলিম মনিষীদের অবদান’ ।

৫. ২০০৮, মোঃ মঞ্জুরুল ইসলাম ‘ মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ: রাজনীতি ও শিক্ষা প্রসারে তাঁর ভূমিকা

৬. ২০০৮, মোস্তফা আবেদ আলী ‘ ইসলামী চেতনা বিস্তারে গ্রন্থাগারের ভূমিকা: পরিপ্রেক্ষিত কুষ্টিয়া, ঝিনাইদহ্ ও যশোর জেলা।

৭. ২০১৩, আ.স.ম. মুজাম্মেল হক চৌধুরী ‘ দিনাজপুর জেলার চারটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও সম্পদ: সমস্যা ও সম্ভাবনা’

৮. ২০১৩, মোঃ লুৎফর রহমান ‘দিনাজপুর জেলায় মুসলিম সম্পাদিত সংবাদ-সাময়িকপত্র (১৯১৬-১৯৭১)।

 পি-এইচ.ডি-৫  জন

১. ২০০৯, মোঃ আবু সাঈদ ‘ইসলামী দাওয়া বিস্তারে বাংলার মুসলিম সংগঠন সমূহের ভূমিকা।

২. ২০১৫, মোহা. খাজা সাইফুদ্দীন ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রকশনা: পর্যালোচনা ও মূল্যায়ন’

৩. ২০১৫, মোঃ আব্দুর রহমান ‘ প্রাথমিক শিক্ষা ইসলামীকরণ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’।

৪.  ২০১৮, মোঃ শাহিদুল ইসলাম  Influence of Islam on the folk - culture of greater Dinajpur district

৫.  ২০১৮, মোস্তফাআবেদ আলী Folk customs & Islam : Bangladesh context

বিভিন্ন পত্র পত্রিকা ও জার্নালে প্রকাশিত তাঁর প্রবন্ধসমূহ:

ধর্মতত্ত ও ইসলামিক স্টাডিজ অনুষদ জার্নাল

১. ‘বৃটিশ বাংলায় অবরোধ প্রথা ও সমকালীন বিদ্বান সমাজ’ খন্ড-৭ সংখ্যা-২ ডিসেম্বর ১৯৯৯।

২. ‘ عقوبة البغاوة و فلسفتها فى الإسلام ’  খন্ড-৮ সংখ্যা-১  ডিসেম্বর ১৯৯৯।

৩.  Issues and Influence of Faraiz Movement in Bengal খন্ড-৮সংখ্যা-২ জুন২০০০ (যৌথ)।

৪. আল-কুরআনে যুলুম শব্দের প্রায়োগিকরূপ: একটি পর্যালোচনা’ খন্ড-৯ সংখ্যা-১ ডিসেম্বর ২০০০(যৌথ)।

৫.  ‘বরেন্দ্র অঞ্চলে ইসলাম বিস্তারের পটভূমি: প্রেক্ষিত দিনাজপুর জেল, খন্ড-৯ সংখ্যা-২  ডিসেম্বর ২০০১  (যৌথ) ।

৬.  ‘বরেন্দ্র অঞ্চলে আযাদী আন্দোলনে ফকির-সন্ন্যাসীদের ভূমিকায় একটি তথ্যনির্ভর বিশ্লেষণ: প্রেক্ষিত দিনাজপুর জেলা’ (যৌথ)  খন্ড-১০ সংখ্যা-২  জুন ২০০১ ।

৭. ‘ বাংলার মুসলিম রেঁনেসা ও স্বাতন্ত্রবাদী চেতনার উন্মেষে সাহিত্যিক প্রয়াস (১৯০৫-১৯৪৭)’।

৮. ‘আল-ইসলাহ পত্রিকার প্রথম বর্ষের সম্পাদকীয়: বিধৃত উদ্দেশ্য ও বিষয়বস্তু পর্যালোচনা’ খন্ড-১১ সংখ্যা-২ ডিসেম্বর ২০০২।

৯. ‘আল-ইসলাহ পত্রিকায় সমকালীন সমাজ ও রাজনীতি:একটি পর্যালোচনা’ খন্ড-১৩ সংখ্যা-১  ডিসেম্বর ২০০৬ সালে (যৌথ)।

আই.আই.ই.আর .জার্নাল:

১০.   Human rights in islam খন্ড-০২ সংখ্যা-১  ডিসেম্বর ২০০৬ সালে (যৌথ)।

১১.  A study on Islamic Dawah Organisation in the United Kingdom     খন্ড-০২ সংখ্যা-১ ডিসেম্বর ২০০৬(যৌথ)

ইন্তেকাল:

তিনি প্রায় দু’বছর ক্যান্সারসহ নানান মরণব্যাধী  রোগে আক্রান্ত হয়ে ২ ডিসেম্বর ২০১৮ ভোর ৬.১৫ মিনিটে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ইনতিকাল করেন। মৃত্যুর সময় স্ত্রী ফারজিন একমাত্র পুত্র হামীম সুহাইব, একমাত্র কন্যা তাশফিয়া শাদাত এবং বহু গুণগ্রাহী ও অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে যান।

 

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে স্থান দিন আমিন।