আগুনে গরীব কৃষকের নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই

আগুনে গরীব কৃষকের নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আগুন লেগে নগদ ২লাখ ২৫ হাজার টাকাসহ  বাড়ির গরু,ছাগল হাস,মুরগী পুড়ে গেছে।  বুধবার রাত ৯ টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের গরীব কৃষক  আব্দুস সালামের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে আগুর সারা বাড়িতে ছড়িয়ে পড়ে।  যার ফলে ৭টি ঘরসহ গোয়ালঘরের ব্যাপক ক্ষতি হয়।  পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে ঘরের সকল আসবাবপত্র, কাপড় ও ২টি গরু বিক্রি করা ২ লাখ ২৫ হাজার নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সালাম জানান, আজকে গরু বিক্রি করে ২ লাখ ২৫ হাজার টাকা রেখে ছিলাম ঘরে। ওই টাকাসহ আমার সব পুড়ে শেষ হয়ে গেল।
আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিবগঞ্জ ফয়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় চেয়ারম্যান গরীব কৃষকের বাড়ি আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে তদারকি শেষে ক্ষতিগ্রস্ত গরিব কৃষককে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে। যাতে করে সে আবার স্বাবলম্বী হতে পারে।