ঘাতক ট্রাক তিন ভাই-বোনের দাওয়াত খেতে দিল না

ঘাতক ট্রাক তিন ভাই-বোনের দাওয়াত খেতে দিল না

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোভ্যান।

পাবনার ভাংগুড়ায়  ট্রাকের চাপায় আপন দু’ভাইসহ ইঞ্জিণচালিত অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে  টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের রাঙ্গালিয়া টিকটিকি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ভাংগুড়া উপজেলার চর ভাংগুড়া গ্রামের আবদুর রশিদের দু’ছেলে ইমরান হোসেন (১৮) ও ইমন হোসেন (১৬) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১২)।

ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চারজন যাত্রী চর ভাংগুড়া থেকে একই উপজেলার হাটগ্রামে আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছামাত্র ফরিদপুর থেকে পাবনাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেও অটোভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিন জন মারা যায় এবং একই গ্রামের সুলতান ইসলামের স্ত্রী নুপুর বেগম (২৮)  গুরুতরভাবে আহত হন। 

আহত নুপুরকে প্রথমে ভাংগুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। লাশগুলো উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।