ভবদহ সমস্যা নিরসনে চীনা প্রতিনিধি দল যশোরে
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা ও পর্যবেক্ষণের জন্য গণপ্রজাতন্ত্রী চীনের চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের (Changjiang Water Resources Commission) ছয় সদস্যের প্রতিনিধি দল যশোর সফর করেছেন।
২৯ জুলাই মঙ্গলবার চীনের প্রতিনিধি দল ভবদহ এলাকা পরিদর্শন করেন।
চীনা প্রতিনিধি দলটি বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় ইউএস বাংলা বিমানযোগে ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দরে পৌঁছে সার্কিট হাউজে অবস্থান নেন।
সেখানে উপস্থিত অতিথিদের সামনে ভবদহ বিলের ভবিষ্যৎ সমস্যা নিরসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী । এতে বর্তমান জলাবদ্ধতার চিত্র, কারণ এবং টেকসই সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীনা প্রতিনিধি দলের সদস্যরা।
চীনা প্রতিনিধি দলে ছিলেন চায় রংগ্রোঙ্গ, ঝু ঝোমিং, চেন ইয়োঙ্গসেং, চেন উইঙ্গজিয়ান, হুয়াং হুইএঙ্গ ও ডিঙ্গ ইওজি।
সভা শেষে প্রতিনিধি দলটি অভয়নগর থানাধীন ভবদহ ২১ ভেন্ট সুইচ গেট এবং কেশবপুর থানাধীন আগরহাটি শৈলগাতী ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এরপর তারা খুলনার উদ্দেশ্যে যাত্রা করেন।
স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে, চীনের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বিশেষজ্ঞ প্রতিনিধিদের পর্যবেক্ষণ ও মতামত ভবদহ জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।