করাচি টেস্টে পাকিস্তানের জয়

করাচি টেস্টে পাকিস্তানের জয়

উইকেট উদযাপন করছেন পাকিস্তানের নোমান আলি - ছবি : এপি

পাকিস্তানি স্পিন বোলারদের হাতে বলিং তোপে করাচি টেস্ট হারল সফরকারী দক্ষিণ আফ্রিকা। বল হাতে ইয়াসির শাহ ও নোমানের ঘূর্ণি। মাঝে শাহিন শাহ ও হাসান আলির পেস তোপ। ব্যাটিংয়ে ফাওয়াদ আলমের বীরত্বপূর্ণ ইনিংস। টেল এন্ডার ব্যাটসম্যানরাও দেখালো ঝলক। সব মিলিয়ে করাচি টেস্টে দুরন্ত এক পাকিস্তানকেই দেখলো ক্রিকেট বিশ্ব।এক দিন হাতে রেখে পাকিস্তান জিতেছে সাত উইকেটের ব্যবধানে।

চতুর্থ দিনে জয়ের জন্য পাকিস্তানের টার্গেট ছিল ৮৮ রান। তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজম শিবির। ওভার খেলতে হয়েছে ২২.৫টি। দুই টেস্ট সিরজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান। ৪ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়েছিল ২২০ রানে। জবাবে ফাওয়াদ আলমের দারুণ সেঞ্চুরিতে ৩৭৮ রানে অল আউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্পিনারদের দাপটে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৪৫ রানে। জয়ের জন্য পাকিস্তান টার্গেট পায় ৮৮ রানের। সে লক্ষ্যে হেসে-খেলে পৌঁছে যায় স্বাগতিক পকিস্তান।