তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক : দোরাইস্বামী

তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক : দোরাইস্বামী

বিক্রম কুমার দোরাইস্বামী

তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।সোমবার জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক প্রতিবেদকদের আয়োজনে ডিক্যাব টকে তিনি এ মন্তব্য করেন।দোরাইস্বামী বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সাথে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না। তিস্তা নিয়ে ভারত খুব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে সব হত্যায় বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বাংলাদেশে আসবেন। এ সফর নিয়ে জ্বালানি ও রাজনৈতিক অনেক বিষয় নিয়ে কাজ হচ্ছে। বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর (বাপু) মিউজিয়াম ভারতে প্রতিষ্ঠা হয়েছে। এটি এবার বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশেও প্রতিষ্ঠা করা হবে। বেশ কিছু প্রকল্প শেষ হয়েছে আরো নতুন প্রকল্পের কাজ হচ্ছে বলে জানান তিনি।