ভারত সীমান্তে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন

ভারত সীমান্তে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন

ভারত সীমান্তে নিহত সেনাদের নাম প্রকাশ করল চীন-সংগৃহীত ছবি

অবশেষে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সাথে সংঘর্ষে চার সেনার নাম প্রকাশ করল চীন। তাৎপর্যপূর্ণভাবে, এই প্রথম গালওয়ানে চিনা জওয়ানদের হতাহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করল বেজিং। 

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন মোট ৪ সামরিক বাহিনীর আধিকারিকের মৃত্যুর খবর স্বীকার করেছে চীনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’। ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায়’ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রাণ হারানো ওই সৈনিকদের শহীদের স্বীকৃতি দিয়েছে কমিউনিস্ট দেশটি। ‘গ্লোবাল টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গালওয়ানে নিহতদের মধ্যে রয়েছেন জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডের কুই ফাবাও। ‘দেশের সীমানা রক্ষায়’ সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য তাঁকে ‘হিরো রেজিমেন্টাল কমান্ডার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিহত চেন জিয়াংগ্রনগ, জিয়াউ সিইউয়ান ও ওয়াং ঝউরানকেও ‘ফার্স্ট ক্লাস মেরিট’ অ্যাওয়ার্ড দিয়েছে চীন। এর আগে মৃত সৈনিকদের নাম প্রকাশ না করায় দেশেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।