যশোরের কেশবপুর পৌরসভায় ভোটগ্রহণ চলছে

যশোরের কেশবপুর পৌরসভায় ভোটগ্রহণ চলছে

যশোরের কেশবপুর পৌরসভায় ভোট গ্রহণ চলছে

যশোর প্রতিনিধি:যশোরের কেশবপুর  পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।  আজ রবিবার(২৮ফেব্ররুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ।

এখন পর্যৗল্প কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অনেক কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটারদের ফিঙ্গার প্রিন্ট মিলছে না বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা। তবে প্রিজাইডিং অফিসাররা বলছেন, এমন ঘটনা স্বাভাবিক। ভোটারের পরিচয় শনাক্ত হলেই তারা ভোট দেওয়ার ব্যবস্থা করছেন।

কোনও কোন  ভোটারের দীর্ঘ সময় ব্যয় করেও তার ফিংগার প্রিন্ট যাচাই করতে পারছেন না। অন্যদিকে অভ্যাস না থাকায় ঠিকমত ইভিএমে ভোট দিতে পারছেন না ভোটাররা।

নির্বাচনে তিন জন মেয়রপ্রার্থীসহ কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৫৪ জন। কেশবপুরে ভোটর সংখ্যা ২০ হাজার ৭৭৫ জন,মহিলা ভোটার ১০ হাজার ৫৬৭ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ২০৮ জন। ভোট কেন্দ্র ১০টি।