ক্যানসার আক্রান্ত দিপিকার শরীরে নতুন জটিলতা

ছবি: সংগৃহীত
ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্করের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। চলতি বছর যকৃতের দ্বিতীয় ধাপের কর্কট রোগের কথা জানা যায়। এবার এ অভিনেত্রীর শরীরে দেখা দিয়েছে নতুন জটিলতা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দিন হাসপাতালে থেকে ক্যানসারের সঙ্গে লড়েছেন দীপিকা। কিন্তু হাসপাতাল থেকে ফিরে পড়েছেন জটিলতার সম্মুখীন।
গত ১০ জুলাই থেকে অভিনেত্রী টার্গেটেড থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছেন দীপিকা। এই চিকিৎসাপদ্ধতি শুরু হওয়ার পর থেকেই দীপিকার শরীরে দেখা দিয়েছে মাথা ঘোরা, গা বমি, ক্লান্তির মতো একাধিক সমস্যা। পড়তে শুরু করেছে চুলও।
দীপিকা তার স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে জানিয়েছেন, “সাধারণত টার্গেটেড থেরাপিতে সাধারণত চুল পরে না। কিন্তু আমার চুল ব্যাপকহারে পড়ছে। মাথা প্রায় ফাঁকা হতে শুরু করেছে আমার। আমাকে কিছুদিনের মধ্যে পরচুলা পড়তে হবে হয়তো। এছাড়াও আমার সারা মুখে ঘা হয়েছে। রক্তপরীক্ষা করে জানা গেছে সম্প্রতি আমার থাইরয়েডও বেড়ে গেছে। সেই কারণেই আমার সারা মুখে ঘা দেখা গেছে। আমার আরও দেড় বছর টার্গেটেড থেরাপি চলবে।”
২০১৮ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা। কোল জুড়ে আসে পুত্র সন্তান। মা হওয়ার আনন্দ উপভোগ করতে না করতেই জানতে পারেন ক্যানসার আক্রান্তের খবর।