ঈশ্বরদীতে ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

ঈশ্বরদীতে ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সংগৃহীত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা পদ পাওয়ায় বিক্ষোভ মিছিল, পথসভা ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ঘটনায় নতুন গঠিত ওই কমিটি থেকে ছাত্রদলের চার নেতা পদত্যাগ করেছেন। কমিটি বাতিলের দাবি জানিয়ে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের উপজেলা আহ্বায়ক কমিটির প্রস্তাবিত আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ অন্যরা।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কলেজসহ ১০টি কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়। এতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে খালিদ বিন পার্থিবকে সভাপতি ও রিয়ামুল ইসলাম রিয়ামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ছাত্রলীগ কর্মী ইমরান খানকে সহসভাপতি ও তারেক মণ্ডলকে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক করা রয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। মধ্যরাতে উপজেলা ছাত্রদলের মাহমুদুল হাসান শাওন ও ইব্রাহিম হোসেনের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল ও পথসভা করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

সদ্য ঘোষিত কমিটি থেকে সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম শাওন, যুগ্ম সম্পাদক শ্রাবণ আহমেদ, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ ও প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত পদত্যাগ করেছেন। এ বিষয়ে ওই কমিটির (ছাত্রলীগ কর্মী) সহসভাপতি ইমরান খান ও যুগ্ম সম্পাদক তারেক মণ্ডলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীতে ছাত্রদলের কোনো কমিটি ছিল না। স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কলেজ ছাত্রদলের নতুন ঘোষিত কমিটিতে ছাত্রলীগের কোনো নেতা রয়েছে কিনা তা জানা নেই।