অশোভন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়েট এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
ফাইল ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌম্য দাসকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর গোসলরত অবস্থায় ভিডিও ধারণ ও বিভিন্ন অশালীন অনলাইন গ্রুপে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানা যায়।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে এই শাস্তি প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেন তাকে আরো কঠোর শাস্তি প্রদান করা হবে না বা স্থায়ী বহিষ্কার করা হবে না তা আগামী ৯ নভেম্বর বিকেল ৪টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জমা দিতে হবে।
সে চাইলে ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারবে। তারপর সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর চুয়েটের মুক্তিযোদ্ধা হলে গোসলরত অবস্থায় এক ছাত্রের ভিডিও ধারণের অভিযোগে সৌম্য দাসকে হাতেনাতে ধরা হয়। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীরা তার শাস্তির তিন দফা দাবিতে বিক্ষোভ করে।
তিন দফা দাবির মধ্যে ছিল তার ফোনের ফরেনসিক পরীক্ষা, স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণ।